Birbhum

Mar 25 2023, 13:57

*তিনটি আগ্নেয়াস্ত্র,২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা সহ ধৃত-১*

বীরভূম:- বীরভূম জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে বোমা বা বোমা তৈরির মশলা,আগ্নেয়াস্ত্র,কার্তুজ।অনুরূপ শনিবার ফের তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও কিছু বোমা তৈরির মশলা উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।

বিবরণে প্রকাশ,বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর স্থানীয় থানার জবুনী গ্রাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করে।এই ঘটনায় রমজান শেখ নামে এক যুবককে গ্রেফতার ও করে মল্লারপুর থানার পুলিশ।শনিবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা যায়।

Birbhum

Mar 24 2023, 20:43

*বিধায়কের কুমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদত্যাগ বলে দাবি, বীরভূমে*


বীরভূম:- গরু পাচার মামলার অভিযোগে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল তিহার জেল হেফাজতে। জেলার সংগঠন নিয়ে দেখা দিচ্ছে নানান কথার বিতর্ক বা উঠে আসছে বিতর্কিত মন্তব্য।অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে তাঁর জায়গায় চার সদস্যের কমিটি গঠন করে জেলার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। পরে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী চার সদস্যের স্থানে সাত সদস্যের কমিটি গঠন করে দেন দলকে শক্তিশালী করার লক্ষ্যে।

এমনকি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি নিজেই বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন, সাথে থাকবেন ফিরহাদ হাকিম। সেই কোর কমিটি মানিনা বলে তৃনমূল নেতার স্যোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা। সেই জের না মিটতেই এবার নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এর সাথে সংঘাতে জড়িয়ে পড়েন উক্ত বিধানসভা কেন্দ্রের বাউটিয়া অঞ্চল তৃনমূল সভাপতি।

জানা যায় নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এর কুমন্তব্যের জেরে বাউটিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মন্ডল নলহাটি এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতির কাছে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন। যদিও বাউটিয়া অঞ্চল সভাপতি পারিবারিক তথা ছেলের চিকিৎসা বা অপারেশন জনিত কারণে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেন। কিন্তু স্থানীয় বিধায়কের কূমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদ সহ তৃনমূল কংগ্রেস থেকে ও পদত্যাগের কথা ঘোষণা করেন মৃগাঙ্ক মন্ডল।

তৃনমূল নেতৃত্বের দাবি ২০২১ সালে দল থেকে বহিষ্কার করা হয়েছে । এর প্রেক্ষিতে পাল্টা বক্তব্য যদি বিধায়কদের কথা মোতাবেক ধরা হয় ২০২১ সালে পদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে কোন লিখিত চিঠি দেখাতে পারবেন? তাছাড়া বিধায়কের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কি আছে সেটা ব্লক সভাপতি সিদ্ধান্ত নিবেন। দলের মধ্যে গুঞ্জন মৃগাঙ্ক মন্ডল বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন।

Birbhum

Mar 24 2023, 18:00

*তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান, ময়ূরেশ্বর এলাকায়*


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে পরিবর্তন তত লক্ষ্য করা যাচ্ছে। অনুরূপ বীরভূমের ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকের ডাবুক অঞ্চলের সাধ্যাহাট গ্রামের ৩০টি পরিবারের যুবরা তৃনমুল ছেড়ে সিপিআইএমের পতাকা ধরলেন। উনাদের হাতে পতাকা তুলে দেন সিপিআইএম জেলা নেতৃত্ব অরূপ বাগ। উপস্থিত ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে, শ্রীমন্ত মুখার্জ্জী, প্রসাদ দাই, আশীষ মন্ডল, শাখা সম্পাদক বদন বায়েন প্রমূখ।

এদিন পথ সভায় অরূপ বাগ ও তমাল চন্দ্র দে তৃনমূল কংগ্রেস ছেড়ে আসা সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন শিশির সাহা।সিপিআইএম নেতৃত্ব বলেন তৃনমূল কংগ্রেস ও বিজেপি এই দুই অপশক্তিকে হাঁটিয়ে সিপিআইএম কে আনতে যুবারা বদ্ধপরিকর। সেই সমস্ত যুব সমাজের উৎসাহ উদ্দীপনা দেখে তাদের হাতে লালঝান্ডা তুলে দেওয়া হয়।

Birbhum

Mar 24 2023, 10:33

*বীরভূমের পাথরচাপড়িতে শুক্রবার মেলার শুভ উদ্বোধন হবে সরকারি উদ্যোগে*


বীরভূম:- আজ ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলা-২০২৩ “। দুপুর দুটোয় রয়েছে সরকারি ভাবে উদ্বোধনী অনুষ্ঠান।উল্লেখ্য করোনা আবহে বছর দুয়েক তেমনভাবে মেলা হয়নি। এবার সরকারি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনের মেলা।

সম্প্রীতির এই মিলনমেলায় মিলিত হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ। বীরভূমের সিউড়ি-রাজনগর রাস্তার উপর “পাথরচাপুড়ি গ্রাম”। আর এখানেই বিরাজমান হজরত “দাতা মেহবুব শাহ ওয়ালীর মাজার শরীফ”। সাধারণ মানুষের কাছে তিনি “দাতাবাবা” নামেই সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন একজন সুফি সাধক। আজ থেকে ১৩১ বছর পূর্বে ১২৯৮ বঙ্গাব্দের ৯ চৈত্র এই সুফি সাধক দেহত্যাগ করেন।
ওই দিনটিকে স্মরণীয় করতে তাঁর তিরোধান দিবস উপলক্ষে এবং মাজার শরীফ ঘিরে অনুষ্ঠিত হয় মেলা”। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে ছুটে এসেছেন দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থীরা।

Birbhum

Mar 23 2023, 19:38

*দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির এবার বীরভূমে*


সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামীন মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে ঘোষিত হয়েছে দুয়ারে ডাক্তার প্রকল্প।উল্লেখ্য ইতিপূর্বে দুয়ারে রেশন, দুয়ারে সরকার কর্মসূচি চালু করে রাজ্য সরকার।এটি ও একটি রাজ্য সরকারের সামাজিক প্রয়াশ বলে অনুরূপ আজ বৃহস্পতিবার বীরভূম জেলার  রামপুরহাট এক নম্বর ব্লকের মাশরা গ্রাম পঞ্চায়েতের নিরীষা গ্রামের প্রাইমারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়।


শিবিরে চক্ষু রোগ, শিশুরোগ, ই সি জি,চর্মরোগ,অর্থ,কফ পরীক্ষা, প্রেসার,সুগার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেন  রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা।

Birbhum

Mar 22 2023, 16:27

*আগত রমজান মাস উপলক্ষে রক্তদান শিবির, ইসলামপুরে*


বীরভূম:- দিন কয়েক পরেই শুরু হবে মাহে রমজান।এবার রমজান মাস শুরু হোক রক্তদান শিবিরের মাধ্যমে, এই অঙ্গীকার নিয়ে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুবরাজপুর শহরের ইসলামপুর থ্রী স্টার ক্লাবের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় ক্লাব অঙ্গনে।

মহিলা ও পুরুষ মিলে শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে আগত স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা থ্রী স্টার ক্লাবের সভাপতি মির্জা সৌকত আলী, কোষাধ্যক্ষ সেখ হান্নান সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, জেলার হাসপাতাল গুলোতে রক্তের সঙ্কট মোচন তথা গ্রীষ্মকালে রক্ত সংকট দূরীকরণে এক প্রয়াশ বলে উদ্যোক্তাদের মধ্যে জানা যায়।

Birbhum

Mar 22 2023, 14:14

*বিশ্ব জলদিবস পালন, বীরভূমের খয়রাশোলে*


বীরভূম:- আজ ২২শে মার্চ, বিশ্ব জল দিবস। সমগ্র পৃথিবী জুড়ে জলের গুরুত্বের কথা প্রচার করা, জল অপচয় রোধ, জল সংরক্ষণ, জলের সঠিক ব্যবহার এবং জল বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে United Nations-র উদ্যোগে প্রতি বছর এই দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়। ২০২৩ সালের বিশ্ব জল দিবসের মূল ভাবনা হল -" জল ও স্বাস্থ্যবিধান সমস্যার সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করা"।
  

  বিশ্ব জল দিবসের বিশেষ দিনে পৃথিবীব্যাপী জল সংকটের মুহূর্তে এলাকায় জল সচেতনতা বৃদ্ধির জন্য আজ JJM বীরভূম ISA টিমের উদ্যোগে কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জলের অপচয় রোধ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ও ধূসর জলের পুনর্ব্যবহার, ভৌম জলের স্তর বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে একটি পদযাত্রা বের হয়। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে জল বিষয়ক কবিতা, স্লোগান লেখা এবং  ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের SMC-র সভাপতি উত্তম গায়েন, ISA টিমের BPM সেখ আব্বাসউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দগড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ আচার্য্য ও অন্যান্য শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Birbhum

Mar 21 2023, 19:58

দুর্নীতি,সন্ত্রাস, লুঠ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসাধারণের কমিটির ডেপুটেশন,খয়রাশোলে


বীরভূম:- বীরভূম জেলা খয়রাশোল ব্লক জনসাধারণের সংগ্রাম কমিটির তরফ থেকে একশো দিনের কাজ,ব্লক এলাকায় অবস্থিত গঙ্গারামচক ও বড়জোড়া কয়লা খনিতে স্থানীয় বেকারদের কাজ,সন্ত্রাসমুক্ত সমাজ সহ নানান দাবি নিয়ে মঙ্গলবার খয়রাশোল বিডিও কে ডেপুটেশন প্রদান করা হয়।এদিন গোষ্ঠডাঙ্গা থেকে মিছিল সহকারে ব্লক অফিস চত্বরে এসে জমায়েত হয় এবং আজকের ডেপুটেশনের মূল বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন জনসাধারণের কমিটির পক্ষে সেখ বাবু, সেখ নাসিম,জুবের খান,প্রশান্ত ঘোষ,নারায়ণ বাউরি প্রমুখ নেতৃত্ব।

পরবর্তীতে জনসাধারনের সংগ্রাম কমিটির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।সংগঠনের বক্তব্য দূর্নীতি,লুঠ,সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও গনতান্ত্রিক অধিকার পুন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন। খয়রাশোল বিডি ও জানান জনসাধারণের সংগ্রাম কমিটি যে দাবিগুলি জানালো আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে সেগুলো পাঠিয়ে দেবো।

Birbhum

Mar 21 2023, 19:51

বগটুই কাণ্ডের বছর পূর্তিতে রাজনৈতিক দলের পক্ষে স্মরণ


বীরভূম:- আজ ২১ শে মার্চ গতবছর এদিনেই জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামে ঘটে বীভৎস হত্যালীলা।স্বজনহারাদের নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনীতি, হত্যালীলার বর্ষ পূর্তিতে স্মরণ অনুষ্ঠান ঘিরে।মৃতের পরিবারের সদস্যদের নিজেদের দলে টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই শিবিরই। দুই দলের তরফেই পৃথক পৃথক ভাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।

২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছে ওই রাতের স্মৃতি আজও দগদগে ঘায়ের মত।সেদিন আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তারপর পেরিয়েছে একবছর। আজ অর্থাৎ মঙ্গলবার বগটুইকাণ্ডের বছর পূর্তিতেও রাজনীতির রং। জানা গিয়েছে, স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির দেওয়ালে শহিদ বেদি তৈরি করা হয়েছে বিজেপির তরফে। ঠিক তার উলটো দিকে শহিদ বেদি তৈরি করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল ১১ টায় স্বজনহারা শেখলাল এর বাড়িতে যান বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে এদিন আরেক স্বজনহারা মিহিলাল শেখ যান পাথরচাপড়িতে হজরত দাতা মহবুব শাহ ওলীর মাজার শরীফে যান এবং চাদর চড়ান।সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। সেখান থেকেই বিজেপি নেতা দাবি করেন, মিহিলাল তাঁদের সঙ্গে রয়েছেন।

বিকেলে বিজেপির শহীদ তপর্নে মিহিলাল থাকবে বলেও জানান তিনি। এদিকে মিহিলালের কথায়, “আমি রাজনীতি করতে আসিনি। একবছর আগে আমার মা-স্ত্রী-কন্যা মারা গিয়েছে। তাঁদেক জন্য প্রার্থনা করতে এসেছি।” এর পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে উষ্মাও প্রকাশ করেন তিনি। বলেন, গত একবছরে তৃণমূল আমাদের কোনওরকম সহযোগিতা করেনি।

Birbhum

Mar 21 2023, 12:17

*২১ শে মার্চ বীরভূমের বগটুই গণহত্যার বছরপূর্তি,শহিদবেদী তৈরি নিয়ে প্রতিযোগিতা বিজেপি-তৃণমূলের*


বীরভূম:- ২১ শে মার্চ মঙ্গলবার বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গণহত্যা কাণ্ডের  বছরপূর্তি।ইতিমধ্যে যাকে ঘিরে শুরু হয়েছে দলীয় রাজনৈতিক প্রতিযোগিতা।শহিদবেদী নির্মাণ নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহীদদের স্মরণে মঙ্গলবার বিকেলে বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে আগেই বগটুই গ্রামে  মিহিলাল শেখের বাড়ির সামনে শহিদবেদি তৈরি করা হয়েছে।এদিকে ১৯ মার্চ বিকেল থেকে পাশাপাশি অন্যপ্রান্তে আরও একটি শহিদবেদী নির্মাণের কাজ শুরু করে তৃণমূল।

বিজেপির তৈরি শহিদবেদী নির্মাণের বিষয়টি মিহিলাল স্বীকার করলেও, তৃণমূলের হঠাৎ শহিদবেদী তৈরী করা নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি জানান, “এতদিনে কেন মনে পড়ল তৃণমূলের?” যদিও তিনি আর কোনো রাজনৈতিক দলে নেই বলে স্বীকার করেন।


উল্লেখ্য,”গত বছর ২১ মার্চ রাত ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন  রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু সেখ। নিমেষেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা প্রতিশোধ নিতে বাড়িতে আগুন লাগানো হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোট ১০ জন। সেই ঘটনার বছর পূর্তিতে শহীদ স্মরণে বীরভূমের বগটুইতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নামাঙ্কিত শহিদবেদীতে মাল্যদান করবেন তিনি।


তবে তৃণমূলের নির্মিত শহীদবেদীতে মাল্যদান করতে কোনো নেতা আসবেন কি-না তা জানা যায়নি। এদিকে শহীদবেদী নির্মাণ না করলেও ২১ মার্চ বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে একটি মৌন মিছিল এলাকা পরিক্রমা করবে বলে আগেই জানিয়েছেন সিপিআইএমের জেলা নেতা সঞ্জীব বর্মন। সেই মৌনমিছিলে যোগ দেবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ জেলা নেতৃত্ব।